Latest Notice

Debottor Kabi Bande Ali Mia High School

দেবোত্তর, আটঘরিয়া, পাবনা।

School Code: 8798    School EIIN: 125263

Message from the Principal

Photo of Headmaster's

Headmaster's


"প্রধান শিক্ষকের বাণী" শিক্ষা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। আমাদের বিদ্যালয় শুধু পাঠ্যজ্ঞান প্রদানেই সীমাবদ্ধ নয়; এখানে আমরা শিখাই নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ। আমি বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থী অসীম সম্ভাবনার অধিকারী। সেই সম্ভাবনাকে বিকশিত করতে দরকার সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় ও দৃঢ় মনোবল। আমাদের বিদ্যালয়ে আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশু জন্মগতভাবে প্রতিভাবান। সেই প্রতিভার বিকাশ ঘটাতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, আধুনিক শিক্ষাপদ্ধতি, সৃজনশীল পরিবেশ এবং ভালোবাসাময় সম্পর্ক। আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে যাতে তারা শুধু পাঠ্যবইয়ের সীমাবদ্ধতায় আবদ্ধ না থেকে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়। আমার দৃঢ় বিশ্বাস, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা আমাদের বিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আসুন, আমরা সবাই একসাথে কাজ করি এমন একটি শিক্ষাঙ্গন গড়ে তুলতে, যেখানে প্রতিটি শিশু স্বপ্ন দেখতে শিখবে, শিখবে কঠোর পরিশ্রমের মূল্য, এবং গড়ে উঠবে মানবিক গুণাবলী সম্পন্ন নাগরিক হিসেবে। শিক্ষা হোক আমাদের অগ্রগতির সোপান, আর জ্ঞান ও নৈতিকতা হোক আমাদের পথচলার মূলমন্ত্র।